Mr. Green admits the truth. Reveals to the people the events of Patalia and what happened to Mizan. Afzal realizes that he is almost finished. He realizes that the virus is leaving him. He's recovering. Afzal goes in search of Niranjan. But in this two-day’s world, people cannot give up sin easily. That’s why the virus doesn't leave people. The virus keeps going from one sinner to another sinner.
সব সত্য স্বীকার করে নেয় মি. গ্রিন। পাতালিয়ার ঘটনা ও মিজানের সঙ্গে কী হয়েছিল, তা মানুষের কাছে প্রকাশ করে। আফজাল বুঝতে পারে, তার প্রায়শ্চিত্ত শেষ। সে টের পায় ভাইরাস তাকে ছেড়ে যাচ্ছে। সে সুস্থ হচ্ছে। নিরঞ্জনকে খুঁজতে বের হয় আফজাল। তবে এ দুই দিনের দুনিয়ায় মানুষ পাপ ছাড়তে পারে না সহজে। তাই ভাইরাসও মানুষকে ছাড়ে না। এক পাপী ভালো হলেও ভাইরাস তখন আরেক পাপীকে গিয়ে ধরে।